শারীরিক শিক্ষা | নবম-দশম শ্রেণী | অধ্যায়-০১ | জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Table of Contents
শারীরিক শিক্ষা | নবম-দশম শ্রেণী | অধ্যায়-০১ | জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন ১। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাজ কী?

উত্তর : শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাজ হলো শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত অর্থাৎ শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশ সাধন।


প্রশ্ন ২। একই স্কুলের দুটি শ্রেণির মধ্যে প্রতিযোগিতা কোন ধরনের কর্মসূচির অন্তর্ভুক্ত?

উত্তর : একই স্কুলের দুটি শ্রেণির মধ্যে প্রতিযোগিতা অন্তঃক্রীড়া সূচির অন্তর্ভুক্ত।


প্রশ্ন ৩। শরীরচর্চা কাকে বলে?

উত্তর : শরীর সম্বন্ধীয় জ্ঞান অর্জন এবং শরীরকে নিয়ে যে শিক্ষা আবর্তিত হয় তাকে শরীর চর্চা বলে।


প্রশ্ন ৪। শারীরিক শিক্ষা কাকে বলে?

উত্তর : শারীরিক কার্যকলাপ দ্বারা অর্জিত শিক্ষাকেই শারীরিক শিক্ষা বলে।


প্রশ্ন ৫। প্রাত্যহিক সমাবেশ কোন ধরনের কর্মসূচির অন্তর্ভুক্ত? 

উত্তর : প্রাত্যহিক সমাবেশ শারীরিক শিক্ষার অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত।


প্রশ্ন ৬। নীতি কাকে বলে?

উত্তর : বৈজ্ঞানিক তত্ত্ব, ঐতিহাসিক তথ্য এবং দার্শনিক মতবাদপুষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত বিশ্বাস ও মতবাদকেই নীতি বলে ।


প্রশ্ন ৭। শারীরিক শিক্ষা কোন গুণাবলি অর্জনে বিশেষ ভূমিকা রাখে?

উত্তর : যেসব গুণ থাকলে দেশের প্রতিটি নাগরিক সুস্থ সবল ও দায়িত্বজ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয় শারীরিক শিক্ষা সেই গুণাবলি অর্জনে বিশেষ ভূমিকা রাখে।


প্রশ্ন ৮। শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য কী?

উত্তর : শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন এবং সুস্থ দেহে সুন্দর মন গড়া।


প্রশ্ন ৯। শারীরিক কার্যক্ষমতা বাড়িয়ে তোলার মূল উপায় কী? 

উত্তর : শারীরিক কার্যক্ষমতা বাড়িয়ে তোলার মূল উপায় হলো শারীরিক ব্যায়াম।


প্রশ্ন ১০। কোন কোন বিজ্ঞানের সমন্বয়ে শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি গড়ে উঠেছে? 

উত্তর : শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি গড়ে উঠেছে এ শাখার সাথে সম্পর্কিত জীববিজ্ঞান, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে। 


প্রশ্ন ১১। কোন নীতি সবার ক্ষেত্রেই গ্রহণযোগ্য?

উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে ওঠা নীতি সাধারণভাবে সবার ক্ষেত্রেই গ্রহণযোগ্য এবং এ নীতি সহজে পরিবর্তন হয় না।


প্রশ্ন ১২। জীববিজ্ঞান কী?

উত্তর : জীববিজ্ঞান হলো জীবন এবং জীবিত প্রাণীর বিজ্ঞান।


প্রশ্ন ১৩। ইন্ট্রামুরাল শব্দের অর্থ কী?

উত্তর : ইন্ট্রামুরাল একটি ল্যাটিন শব্দ। Intra অর্থ ভিতরে এবং Muralis অর্থ দেয়াল । তাহলে পুরো অর্থ দাঁড়ায় দেয়ালের ভেতরে।


প্রশ্ন ১৪। বাংলাদেশে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কয়টি?

উত্তর : বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৬টি সরকারি শারীরিক শিক্ষা কলেজ রয়েছে।


প্রশ্ন ১৫। জাতীয় দিবসের খেলাধুলা কোন কর্মসূচির অন্তর্ভুক্ত? 

উত্তর : জাতীয় দিবসের খেলাধুলা শারীরিক শিক্ষার অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত ।


প্রশ্ন ১৬। শারীরিক কার্যক্ষমতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখার মূল উপায় কী?

উত্তর : শারীরিক কার্যক্ষমতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখার মূল উপায় হলো শারীরিক ব্যায়াম।


প্রশ্ন ১৭। চিন্তাধারার বিকাশ শারীরিক শিক্ষার কোন উদ্দেশ্য?

উত্তর : চিন্তাধারার বিকাশ শারীরিক শিক্ষার মানসিক বিকাশ সাধনের উদ্দেশ্য।


প্রশ্ন ১৮। জৈবিক অস্তিত্ব রক্ষার জন্য মানুষের কী কী প্রয়োজন? 

উত্তর : জৈবিক অস্তিত্ব বজায় রাখার জন্য মানুষের প্রয়োজনে খাদ্য, বিশ্রাম ও শারীরিক পরিশ্রম।


প্রশ্ন ১৯। শারীরিক শিক্ষার লক্ষ্য কী?

উত্তর : শারীরিক শিক্ষাবিদদের মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো সুপরিকল্পিতভাবে এবং সুনিয়ন্ত্রিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়াকর্মের মাধ্যমে ব্যক্তিসত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন করা।